Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন সমাজসেবা অফিস

সরকারের বরাদ্দ ঘোষণা  দুঃস্থ ও বয়ষ্ক মানুষদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ দেয়া হয়। শহর সমাজ সেবা অফিস হতে উপ বরাদ্দ পত্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়।

 

হোসনে আরা বেগম

Designation: 
ইউনিয়ন সমাজ কর্মী

বরাব,সাকাশ্বর,কালিয়াকৈর,গাজীপুর ।

বয়স্ক ভাতা কার্যক্রম

সরকারকর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। এ জন্য২০১০-১১ অর্থ বছরে নির্ধারিত বয়স্ক ব্যক্তিদের জন প্রতি মাসিক ৩০০ টাকাহারে ভাতা প্রদান করা হচ্ছে। বর্তমান অর্থ বছর পর্যন্ত কালিয়াকৈর উপজেলায়বয়স্ক ভাতা গ্রহিতার সংখ্যা ৫,১৫১ (পাঁচ হাজার একশত একান্ন)জন। টাকারপরিমাণ ১৮,৫,৪৩,৬০০/-(আঠার কোটি তেতাল্লিশ হাজার ছয়শত)টাকা মাত্র।

দেশেরসকল সিটি কর্পোরেশন,পৌরসভা ওউপজেলার ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্র মহিলাবা পুরুষ,যার বার্ষিক গড় আয় অনুর্ধ ৩০০০ (তিন হাজার)টাকা।

অসচ্ছলতা প্রতিবন্ধী ভাতা কাh©ক্রম

সকলধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃক সমাজেরনিরাপত্তার জন্য নির্ধারিত হার অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। এ জন্য২০১০-১১ অর্থ বছরে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন প্রতি মাসিক৩০০/-টাকা হারে প্রদান করা হচ্ছে। বর্তমান অর্থ বছর পর্যন্ত কালিয়াকৈরউপজেলায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা গ্রহিতার সংখ্যা ৫৯২ জন। টাকার পরিমাণ২১,৩১,২০০/-(একুশ লক্ষ একত্রিশ হাজার দুইশত)টাকা মাত্র।

৬বছরেরউর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃকঅন্য কোন ভাতা পান না। যিনি চাকুরীজীবি কিংবা পেনশনভোগী নন,প্রতিবন্ধীব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪,০০০/-(চব্বিশ হাজার)টাকারকম।

প্রতিবন্ধীশিক্ষার্থীদেরজন্যশিক্ষাউপবৃত্তিকার্যক্রম

প্রাথমিকস্তর(১ম-৫ম) জনপ্রতিমাসিক৩০০/-টাকা

মাধ্যমিকস্তর(৬ষ্ঠ-১০ম)জনপ্রতিমাসিক৪৫০/-টাকা

উচ্চমাধ্যমিকস্তর(একাদশ-দ্বাদশ)জনপ্রতিমাসিক৬০০/-টাকা

উচ্চতরস্তর(স্নাতকওস্নাতকোত্তর)জনপ্রতিমাসিক১০০০/-টাকা

 

 

বর্তমানঅর্থ বছর পর্যন্ত কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন স্তরে সর্বমোট ২৪ জনপ্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি গ্রহণ করছে। টাকার পরিমাণ১,১৪,০০০/-(এক লক্ষ চৌদ্দ হাজার)টাকা মাত্