বিদ্যালয়টি ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের দক্ষিন পাশে কালিয়াকৈর পৌরসভার, ৯নং ওয়ার্ডের, সফিপুর গ্রামে অবস্থিত । বিদ্যালয়টি ১৯৩০সালে স্থাপিত হয় ।
১। নিরেন্দ্র চন্দ্র বর্মন, সভাপতি।
২।মোঃ আবুল হোসেন , সহ- সভাপতি ।
৩।মোঃ বদর উদ্দিন, (অভিভাবক), সদস্য ।
৪।আঃ রশিদ মোল্লা, ( '' ),সদস্য ।
৫।সুলতানা রাজিয়া ( '' ), সদস্য ।
৬।সিমা আক্তার ( '' ), সদস্য ।
৭।চিনু বেগম ( মেঃ ),সদস্য ।
৮।গোবিন্দ চন্দ্র অধিকারী ( উঃ বিঃ), সদস্য ।
৯।মোঃ মজিবুর রহমান (শিক্ষক), সদস্য ।
১০।জাহানারা বেগম (বিঃমঃ ), সদস্য ।
১১।মোঃ আহাদ আলী ,ওয়ার্ড কাউন্সিলর।
১২।মোসাঃ আমেনা খানম, সদস্য সচিব ।
১০০%
২০০৮ সালে বৃত্তি ৪ জন ট্যালেন্টপুল ,৪জন সাধারন ।
২০০৯ সালে বৃত্তি ৩জন ট্যালেন্টনপুল।
২০১০ সালে ১জন সাধারন ।
২০১১ সালে ১জন সাধারন ।
২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভায় শ্রেষ্ঠ ।
২০১১ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় শ্রেষ্ঠ ।
২০১১ সালে জেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা (প্রধান শিক্ষক )
২০১২ সালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলায় শ্রেষ্ঠ ।
সমাপনী পরীক্ষায় ৮০% জিপিএ ৫ ও ১০০% ছাত্র -ছাত্রীকে কম্পিউটার শিক্ষা দেওয়া ।
shafips402kalia@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস