মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়টি লেখাপড়ার পাশাপাশি স্কাউটিংয়ের মাধ্যমে অত্র এলাকার ছেলেমেয়েদেরকে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান উদ্দেশ্যে তৎকালীণ পূর্ব-পাকিস্তান বয়েজ স্কাউটস কর্তৃক তাদের নিজস্ব ৪.৩১ একর জমির উপর ১৯৬৯ খ্রিঃ ০১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টি তে ৮০৩ জন ছাত্র-ছাত্রী পড়াশুনা করে। ২৮ জন শিক্ষক/ শিক্ষিকা ও ০৯ জন কর্মচারি অত্র বিদ্যালয়ে কর্মরত আছেন। বিদ্যালয়টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের ৪৯(১)ধারা অনুযায়ী গঠিত ০৭ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত।
১। জনাব মোঃ সাইফুল ইসলাম সভাপতি, ম্যানেজিং কমিটি
২। জনাব আরশাদুল মুকাদ্দিস সদস্য, ম্যানেজিং কমিটি
৩। জনাব মোঃ শাহাবুদ্দিন,এএলটি " "
৪। মিসেস সাবিনা ইয়াসমিন " "
৫। জনাব নিলুফা বেগম, সিনিয়র শিক্ষক " "
৬। জনাব রবীন্দ্র নাথ গাঙ্গুলী, " "
৭।মোঃ আবদুল খালেক, প্রধান শিক্ষক সদস্য সচিব, ম্যানেজিং কমিটি
পরীক্ষার সন | মোট পরীক্ষর্থী | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৯ | ৬৫ | ৫৯ | ৯০.৭৬% |
২০১০ | ৮৯ | ৮৮ | ৯৮.৮৭% |
২০১১ | ৭৬ | ৭২ | ৯৪.৭৩% |
২০১২ | ৬৮ | ৬৮ | ১০০% |
২০১৩ | ১১০ | ১০৫ | ৯৫.৪৫% |
ক. পাবলিক পরীক্ষায় পাশের হার ৫০% থেকে ১০০% এ উন্নতি।
খ. খেলাধুলায় অত্র বিদ্যালয়ের ছাত্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক নির্বাচিত হওয়া।
গ. স্কাউটিংয়ে ২০১৩ সালে ০৬ জন ছাত্র-ছাত্রী প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত।
ঘ. ২০০৭ সালে শিক্ষা প্রকৌশলের ২০ লক্ষ টাকা দিয়ে তিন তলা ভিত্তি প্রাপ্তরসহ একাডেমিক ভবন নির্মাণ।
ঙ. বিদ্যালয়ের অর্থায়নে একাডেমিক কাম বিজ্ঞান ভবনের তিন তলার কাজ সম্পন্ন।
চ. ২০১০ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ৪২,০০,০০০/- ( বিয়ালিস্নশ লক্ষ) টাকা দিয়ে তিন তলা ফাউন্ডেশন বিশিষ্ট এক তলা ভবন নির্মাণ।
ছ. ২০১১ সালে বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি চালুকরণ এবং পি.এস. সি পরীক্ষায় ২১ জন ছাত্র-ছাত্রী এ+ প্রাপ্তি।
জ. ৬ষ্ঠ, ৭ম,৯ম ও দশম শ্রেণিতে শাখা খোলা এবং শিক্ষক নিয়োগ।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ণে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। স্বল্পমেয়াদী পরিকল্পনায় শিক্ষার মান উন্নয়ণ সহ পাঠ কার্যক্রম এর উন্নয়ণ, স্কাউটিং খেলাধুলার মান উন্নয়ণ, মধ্যমেয়াদী পরিকল্পনায় আছে লাইব্রেরির উন্নয়ণ, বিজ্ঞানাগারের উন্নয়ণ, শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করে কম্পিউটার ল্যাব স্থাপণ। শিক্ষক প্রশিক্ষণ এর ব্যবস্থা গ্রহণ। পর্যায়ক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করণ। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আছে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ভগ্নপ্রায় চার চালা টিনের ঘরের স্থলে কক্ষ তালা বিশিষ্ট শিক্ষা ভবনের অবকাঠামো উন্নয়ণ, ছাত্র-ছাত্রীদের জন্য হোষ্টেল নির্মাণ, প্রধান শিক্ষকসহ শিক্ষক/শিক্ষিকাদের জন্য আবাসনের ব্যবস্থা।
Emil : mscouthighschool@gamil.com
ক্রমিক নং | জে.এস.সি /১২ | এস.এস.সি/২০১৩ | জে.এস.সি বৃত্তি | পি.এস.সি/১২ | এস.এস.সি /১২ বৃত্তি |
১ | ১৪ জন | ১৫ জন | ১৪ জন | ২১ জন | ৩ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস