প্রফেসর এম ই এইচ আরিফ উচ্চ বিদ্যালয়, বরাবো, সাকাশ্বর, কালিয়াকৈর, গাজীপুর। বিদ্যালয় কোড নং - ২১১২, EIIN: 134517, জমির পরিমাণ: ৬০ শতাংশ , ৪টি নতুন ভবন, কক্ষ ২৫টি, যার মোট আয়তন-১৯,৬০০ বর্গফুট। ২৮/১২/২০১০ তারিখে নিম্ন মাধ্যমিকের অনুমতি পায়। ১৯/০৪/২০১২ তারিখে নিম্ন মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি এবং ৯ম শ্রেণির প্রাথমিক অনুমিত প্রাপ্ত হয়। বর্তমানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে, বিদ্যালয়টিতে মোট ১৪জন শিক্ষক রয়েছেন। বর্তমানে ৫১২জন ছাত্র-ছাত্রী নিয়মিত অধ্যয়ন করে। বিগত যে পাবলিক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছে তাতে শতভাগ পাশ করেছে। | |
০৫/০৯/২০০৬ |
২১/১০/২০১২ তারিখে পরবর্তী ২ বছরের জন্য ৭ সদস্যের ম্যানেজিং কমিটি গঠিত হয়, সভাপতি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক সদস্য সচিব, ২জন শিক্ষক প্রতিনিধি, ২জন পুরুষ অভিভাবক সদস্য, ১জন মহিলা অভিভাবক সদস্য।
২০১১ সালের অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৭০জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এর মধ্যে ১২ জন A+, ৪৬জন A, ১০জন A-, ২জন B পেয়ে অতীর্ণ হয়। শতভাগ পাশ।
২০১২ সালের অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৭৯জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এর মধ্যে ২ জন A+, ৫০জন A, ২১জন A-, ৬জন B পেয়ে অতীর্ণ হয়। শতভাগ পাশ।
২০১১ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৮জন মেধা বৃত্তি এবং ৭জন সাধারণ বৃত্তি লাভ করে। ২০১২ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৩জন সাধারণ বৃত্তি লাভ করে।
২০১১ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় গাজীপুর জেলায় ৭ম এবং কালিয়াকৈর উপজেলায় প্রথম স্থান অর্জন করে।
এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে শতভাগ A+প্রাপ্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন।
প্রফেসর এম এইচ আরিফ উচ্চ বিদ্যাল, বরাবো, সাকাশ্বর, কালিয়াকৈর, গাজীপুর।
প্রধান শিক্ষক, মোবাইল-০১৭২৭০০৬৪৭৬।
আজরাফ আলিম আরজু-ষষ্ঠ শ্রেণি, ফারহানা ফরহাদ নাঈমা- সপ্তম শ্রেণি, জাহিদ হাসান শোভন-অষ্টম, মশিউর রহমান জায়েদ-নবম, ফাল্গুনি আক্তার শ্রাবণী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস