মিছির আলি খান মেমোরিয়াল কলেজবরাবো, সাকাশ্বর, কালিয়াকৈর, গাজীপুর।
বিদ্যালয় কোড নং - ২১৬৬, EIIN: 134184 , জমির পরিমাণ: ৬৪ শতাংশ , ৪টি নতুন ভবন, কক্ষ ৩৪টি, যার মোট আয়তন-
২৬৬৫৬ বর্গফুট। ০১/০২/২০১০ তারিখে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ চালু আছে। কলেজটিতে মোট ১৬ জন শিক্ষক রয়েছেন। বর্তমানে ২৪৪ জন ছাত্র-ছাত্রী নিয়মিত অধ্যয়ন করে।
২০/০৬/২০১০ তারিখে পরবর্তী ৩ বছরের জন্য ৫ সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়, সভাপতি কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ সদস্য সচিব, ১জন দাতা সদস্য, ২জন সদস্য।
২০১২ সালের অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৪ জন (ছাত্র ১৫জন, ছাত্রী ৯ জন) ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এর মধ্যে ১০ জন A+, ০৯জন A, ৩ জন A- পেয়ে উত্তীর্ণ হয়। ২ জন অকৃতকার্য হয়।
ব্যবসায় শিক্ষা বিভাগ থে ৩৮জন (ছাত্র ২৩ জন, ছাত্রী ১৫জন) ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এর মধ্যে ০৭ জন A+, ২৫জন A, ০৬ জন A- পেয়ে উত্তীর্ণ হয়।
পাশের হার ৯৭ শতাংশ।
২০১৩ সালের অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৬ জন (ছাত্র ২১জন, ছাত্রী ১৫ জন) ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এর মধ্যে ০৭ জন A+, ২৫ জন A, ০১ জন A- পেয়ে উত্তীর্ণ হয়। ৩ জন অকৃতকার্য হয়।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৫জন (ছাত্র ৩৩ জন, ছাত্রী ২২জন) ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এর মধ্যে ০৬ জন A+, ৩৪জন A, ১০ জন A-, ৩ জন B পেয়ে উত্তীর্ণ হয়। ২ জন অকৃতকার্য হয়।
৯৫ শতাংশ।
২০১২ ও ২০১৩ সালে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় কালিয়াকৈর উপজেলায় ২য় স্থান অর্জন করে।
এইচ এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে শতভাগ A+প্রাপ্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন।
মিছির আলি খান মেমোরিয়াল কলে, বরাবো, সাকাশ্বর, কালিয়াকৈর, গাজীপুর।
অধ্যক্ষ, মোবাইল-০১৭১৫-১৮৫৬০৪।
একাদশ বিজ্ঞান- রেজওয়ানুল হক তন্ময়, একাদশ ব্যবসায় শিক্ষা-ইসরাত জাহান লোপা, একাদশ মানবিক- অনন্যা রাণী বর্মণ।
দ্বাদশ বিজ্ঞান- সাদিয়া আফরিন তামান্না, দ্বাদশ ব্যবসায় শিক্ষা- শাকিল মাহমুদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস