বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্থাপিত হয়।বিদ্যালয়টি অত্যন্ত ঘনবসতি ও শিল্পাঞ্চল থাকায় ছাত্র-ছাত্রী দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।ইহা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত।ইহা কালিয়াকৈর পৌরসভা,৭ নং ওয়ার্ডের অন্তর্গত ।
মরহুম আলাউদ্দিন দেওয়ান ৩৩ শতাংশ জমি দান করেন এবং ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ।বিদ্যালয়টি ঐ বছরই সরকারী করণ করা হয়
১। আলহাজ্ব মোঃ রাকিব উদ্দিন দেওয়ান (রতন) সভাপতি ।
২।মোঃ রিয়াজ উদ্দিন খান, সহ- সভাপতি ।
৩।আলেয়া বেগম ,সদস্য।
৪।এস,এম, মিজানুর রহমান, সদস্য ।
৫।ফিরোজা বেগম, সদস্য ।
৬।আসমা বেগম, সদস্য।
৭। নারগীস আক্তার ,সদস্য ।
৮।মোঃ শওকত হোসেন ,সদস্য ।
৯।মোঃ তাইফুর মোল্লা,সদস্য ।
১০।ফাহিমা আক্তার,সদস্য ।
১১।হাজেরা বেগম ,সদস্য ।
১২।সাহেরা বেগম, সদস্য সচিব ।
১০০%
২০০৭ সালে ১জন ট্যালেন্টপুল ৪জন সাধারণ।
২০০৮ সালে ৩জন সাধারণ ।
২০০৯ সালে ৩জন সাধারণ।
২০১০ সালে ৩জন সাধারণ।
২০১১ সালে ৩জন সাধারণ।
২০১২সালে ০ জন সাধারণ ।
২০০৮ সালে একক অভিনয়ে উপজেলা চ্যাম্পিয়ন।
২০০৮ সালে সুন্দর লেখার জন্য জেলা চ্যাম্পিয়ন মোঃ আমিনুল ইসলাম,৫ম শ্রেণী।
২০০৯ সালে রচনা প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন মোঃ আশিকুজ্জামান ,৫ম শ্রেণী ।
বিদ্যালয়টি অবকাঠামো বৃদ্ধির জরুরী প্রয়োজন এবং সরকারী সহযোগিতায় বিদ্যালয়ের ভবন সম্প্রসারন। সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ।
ভাল ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস